বর্তমানে এই ব্যাংকের মাধ্যমে হাসানপুর ইউনিয়নের স্থানীয় জনগন বিদেশ থেকে রেমিটেন্স উত্তোলন, ঋণ গ্রহন, টাকা জমা, বিদ্যুৎ বিল জমা, টাকা সঞ্চয় ইত্যাদি সেবা সহজে নিতে পারছ্ এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারে চালু আছে ব্যাংক এশিয়ার এজণ্ট ব্যাংকিং। এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে টাকা জমা, উত্তোলন, বৈদেশিক রেমিটেন্স ভাঙ্গানো, পাসপোর্ট ফি জমা, বিদ্যুৎ বিল জমা, এছাড়াও দেশের বিভিন্ন স্থানে টাকা পাঠানো যাচ্ছে সহজে। ব্যাংকিং সেবা এখন গ্রামের সাধারণ জনগণের হাতের নাগালে।