BANGABANDHU SHEIKH MUJIB DHAKA MARATHON 2021
(রেজিষ্ট্রেশন ও অংশগ্রহণ প্রক্রিয়া)
ইউনিয়ন/পৌর ডিজিটাল সেন্টার ও আইসিটি শিক্ষকগণের মাধ্যমে রেজিষ্ট্রেশন সংক্রান্ত সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারেন ।
--------------------------------------------------------------------------
১। www.dhakamarathon.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
২। ইউজার আইডিঃ freeadmin1@marathon.com.bd এবং পাসওয়ার্ডঃ freeadmin@1 দিয়ে ওয়েবসাইটি Log in করুন।
৩। আপনার ব্যক্তিগত ইমেইল এড্রেস(Gmail), মোবাইল নাম্বার ও অন্যান্য তথ্য দিয়ে অংশগ্রহণকারী হিসেবে নিজের রেজিষ্ট্রেশন সম্পন্ন করুন।
**********************************
৪। রেজিষ্ট্রেশন সম্পন্ন করার পর Google Play store থেকে BSMDM 2021 এ্যাপসটি আপনার মোবাইল ফোনে ডাউনলোড করুন।
৫। রেজিষ্ট্রেশন সম্পন্ন করার পর আপনার ই-মেইলে একটা মেসেজ পাবেন। সেখানে প্রদত্ত আইডি অথবা gmail ID এবং রেজিষ্ট্রেশনের সময় প্রদত্ত পাসওয়ার্ড দিয়ে Apps টি লগ-ইন করে অংশগ্রহণের পরবর্তী কার্যক্রম গ্রহণ করুন।
******************************
৬।গুরুত্বপূর্ণঃ * ১৬ বছরের উর্ধ্বে যে কেউ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে । অংশগ্রহনের সময় আপনার মোবাইল ফোনে এ্যাপসটি যথা নিয়মে লগইন অবস্থায় চালু রাখতে হবে এবং GPS অন রাখতে হবে। অংশগ্রহণের পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস