Facebook Page Link:
https://www.facebook.com/onlineposhurhatjashore/
করোনা সংক্রমন এড়াতে অনলাইনে পশু কেনা বেচার প্লাটফর্ম হিসেবে জেলা প্রশাসন, যশোর আপনাদেরকে এই ফেসবুক পেইজে স্বাগত জানাচ্ছে।
আপনার পশুকে হাটে না নিয়ে , ভিড় এড়িয়ে ঘরে বসেই উপযুক্ত মূল্যে সরাসরি ক্রেতার কাছে প্রিয় পশুটিকে বিক্রি করতে আপনার এবং আপনার পশুর বিস্তারিত তথ্য এই ফেসবুক পেইজে আপলোড করুন এবং ঘরে বসেই উপযুক্ত মূল্যে কোন রকম ঝামেলা ছাড়াই বিক্রি করুন।
যে তথ্যসমূহ দিতে হবেঃ
১. বিক্রেতার নাম
২. পূর্ণ ঠিকানা
৩. মোবাইল নং
৪. পশুর বয়স
৫. পশুর গায়ের রঙ
৬. পশুর আনুমানিক ওজন
৭. বিক্রয় মূল্য
৮. পশুর ছবি বা ছোট ভিডিও
ফেসবুক পেইজে পশুর তথ্য আপলোড করার ক্ষেত্রে নিম্নবর্ণিত ফরম্যাট ব্যবহার করতে হবেঃ
# গরু/ ছাগল
# উপজেলার নাম
# পৌরসভা/ ইউনিয়নের নাম
# গ্রাম/ মহল্লা
# Available/ Sold Out
# পশু সংক্রান্ত তথ্য
উদাহরণ হিসাবে নিচের ফরমেটটি দেয়া হলোঃ
#কেশবপুর উপজেলা
# সাগরদাঁড়ী ইউনিয়ন
#বিক্রেতাঃ মোঃ আব্দুর রহিম
#মোবাইলঃ ০১XXXXXXXXX
#পশুর বয়সঃ ২.৫ বছর বা ২ দাত
#পশুর গায়ের রংঃ লালচে কালো
#পশুর আনুমানিক ওজনঃ ৪ মণ
#বিক্রয়মূল্যঃ ৭০,০০০ টাকা
আপনি যদি নিজে ফেসবুক পেজে পোস্ট করতে পারেন তো খুবই ভাল। না পারলেও সমস্যা নেই। আপনার এলাকার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তার সাথে কথা বলুন আপলোড দেয়ার জন্য। অথবা আশেপাশের যারা আপলোড করতে পারে তাদের সহায়তা নিন।
আর ক্রেতাদের উদ্যেশ্যে বলব, আপনারা এই পেইজ ভিজিট করে আপনাদের পছন্দসই গরু কিনতে পারেন। সরাসরি ক্রেতার সাথে কথা বলে এবং তার খামার/ বাড়ি গিয়ে কুরবানী কিনতে পারবেন।
ক্রয় বা বিক্রয় শেষে অবশ্যই আমাদের জানাবেন যেন আমরা উল্লেখ করে দিতে পারি যে পশুটি বিক্রি হয়ে গিয়েছে, নয়তো বারবার আপনাদের কাছে ফোন যেতে থাকবে।
আয়োজনেঃ জেলা প্রশাসন, যশোর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস